নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে রাজউকের অভিযান, জরিমানা ২ লাখ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৫, ২১ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে রাজউকের অভিযান, জরিমানা ২ লাখ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি ভবনের অনুমোদনহীন নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়।

নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে নকশা বর্হিভুত ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় তারাব পৌর এলাকার মামুন প্রধানের নির্মানাধীন দোতলা ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন। আগামী ৩ মাসের মধ্যে রাজউকের অনুমতি নিয়ে কাজ করা নির্দেশ প্রদান করেন। অন্যদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হসপিটালের নির্মানাধীন ৬ তলা ভবনের কাজ বন্ধ করে, বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় রূপসী এলাকার সিদ্দিকুর রহমান কে নিয়ম না মেনে ও অনুমোদন বিহীন নকশা বর্হিভুত দোতলা ভবন নির্মান করায় ৫০ হাজার টাকা, তালিমুন নেছা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৫ তলা ভবন নকশা বহির্ভূত আংশিক ভেঙ্গে দিয়ে ১ লাখ টাকা ও দোতলা ভবন মালিক ইব্রাহীম প্রধানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, ড্যাব অন্তভূক্ত সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় রাজউকের অনুমোদন ছাড়া কোন আবাসিক বা বানিজ্যিক ভবন করা আইন বহিঃভূত। কিন্ত তারাব পৌরসভায় নাগরিক সুবিধা খর্ব করে ভবন নির্মানের কাজ চলছে। 

নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে এক ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, ইমরাত পরিদর্শক আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের প্রতিনিধি দল।