
রূপগঞ্জের মাহনা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোরগ্যাং নির্মুলে উঠান বৈঠক, আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
রবিবার বিকেলে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে "যুবশক্তি ব্লাড ফাউন্ডেশন", "মাহনা পূর্বপাড়া সমাজবাসী", "বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি" ও "মাহনা আদর্শ সেবা সংগঠন" সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবশক্তি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জাকির মোল্লা, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া নয়ন, প্রতিষ্ঠাতা মোহসীন মোল্লা, উপদেষ্টা আওলাদ হোসেন, মাহনা আদর্শ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, প্রচার সম্পাদক ইফাজ আহাম্মেদ, সহ-কোষাদক্ষ রুহুল আমীন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্থানীয় প্রতিনিধি জুনায়েদ আহাম্মেদ আকাশ, মাহনা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মোশাররফ মোল্লা, গোলাকান্দাইল ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মনির হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, মাহনা পূর্বপাড়া সামাজিক প্রতিবাদ সংগঠনের সদস্য জসিম, হৃদয়, ইব্রাহীম, মামুন, নিহার, শাকিল, মাহনা পূর্বপাড়া সমাজবাসী সংগঠনের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, মাদক যুবসমাজ সহ গোটা সমাজকেই ধংস করে দেয়। একজন মাদকাসক্তের ধারা সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। তাই যুবসমাজকে ভালো রাখতে হলে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্ছার হতে হয়।
তাই এলাকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষেরা এসব অপরাধের বিরোদ্ধে গণস্বাক্ষরিত প্রতিবাদ জানান এবং সমাজকে কুলশিতমুক্ত করতে সকলের ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।