
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকপাড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কদমতলী পুল হয়ে পূনরায় ডিএনডি লেকপাড় গিয়ে শেষ হয়।
সিদ্ধিরগঞ্জের কদমতলী ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সহ-সভাপতি রাজা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, যুবদল নেতা শফিকুল ইসলাম মিন্টু, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহম্মদ রোবেল, জাকারিয়া, শাকিল, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন বেপারী ও মাইনুল ইসলাম প্রমূখ।