নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ৫ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৭, ১৩ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, ৫ কিলোমিটার যানজট

সোনারগাঁয়ে বকেয়া বেতন পরিশোধ ও বৈশাখের ছুটির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে চৈত্রি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। 

স্থানীয়রা জানায়, রবিবার (১৩ এপ্রিল) ওই এলাকার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক একটি পোশাক কারখানার শ্রমিকদের বৈশাখের ছুটি না দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বিক্ষোভ করেন। এতে যানজটের আটক ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং চালকরা।

আকলিমা নামের এক শ্রমিক জানান, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও তা কোনো মাসেই দেওয়া হয়না। এবং আগামীকালের বৈশাখের ছুটিও দেয়নি এজন্যই আমরা বিক্ষোভে নেমেছি।

আশরাফুল আলম নামের আরেকজন বলে, আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 
এ বিষয়ে চৈতি কারখানার এডমিন (জিএম) মিজানুর রহমান জানান, শ্রমিকদের দাবি বলতে আমরা পূর্বের সব বেতন দিয়ে দিয়েছি।

আমরা তাদের বলেছিলাম এ মাসের বেতনটা ১৫ তারিখ দিবো, কিন্তু তারা না মেনে নেমেছিল। এবং দাবি মেনে নেওয়ার হয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, গার্মেন্টেসের শ্রমিকরা নেমেছিল এখন সমাধান হয়েছে। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ জানান, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ নামায় এই যানজট লেগেছিল।