নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ এপ্রিল ২০২৫

নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৬, ১৩ এপ্রিল ২০২৫

নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার   

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ নয়। সমাজের নিপীড়িত  মানুষের কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে। 

এছাড়াও আমাদের মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের মুক্তিই আমাদের একমাত্র লক্ষ হওয়া উচিত। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিনের (১ ও ৭ নং ওয়ার্ড) এর ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রবিবার (১৩ এপ্রিল)  বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে নায়েবে আমির আবদুুল গফুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা সেক্রেটারি সাদ আহমেদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।