
বন্দরে নবীগঞ্জ নূর মদিনা মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান (১২) নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্র মেহেদী হাসান বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর খানবাড়িস্থ আবু কালাম মিয়ার বাড়ি ভাড়াটিয়া মহিবুল ইসলামের ছেলে।
অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজের কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী পিতা বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৬০৮ তাং- ১৩-৪-২০২৫ইং।
এর আগে গত শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার লতিফ হাজীমোড় এলাকা থেকে উল্লেখিত মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।
পুলিশ নিখোঁজ জিডি পেয়ে মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।