
সিদ্ধিরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতি ঘটনায় কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি পায়েল (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত পায়েল সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাঘমারা এলাকার মো. জহিরের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
রবিবার দুপুরে র্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম বিষয়টি নিশ্চিত কওে জানান, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত নামা দুস্কৃতিকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে আনুমানিক তিন কোটি চৌত্রিশ লাখ একত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকার মালামাল লুট করে একটি অজ্ঞাত ট্রাক যোগে পালিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। র্যাব মামলার সূত্রধরে শনিবার ডাকাত পায়েলকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা করে।