নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের ছয়দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ১২ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের ছয়দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ছয়দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপ থেকে এটি উদ্ধার করা হয়। গত ৬ এপ্রিল বিকেলে তিনি নিখোঁজ হন।

নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদী হয়ে ৭ এপ্রিল সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

জানা গেছে, সিরাজুল ইসলাম গত ৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোপের মধ্যে মরদেহটি পড়ে ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

ধারণা করছি ঘটনাস্থলেই স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেননি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।