নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে স্টেডিয়ামের জমি দখল করে জাপা নেতার অবৈধ দোকান নির্মাণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪০, ১২ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে স্টেডিয়ামের জমি দখল করে জাপা নেতার অবৈধ দোকান নির্মাণ

সোনারগাঁয়ে স্টেডিয়ামের জমি দখল করে স্থানীয় জাতীয় পার্টির এক নেতা অবৈধ ভাবে দোকান নির্মাণ করেছেন। এ ঘটনায় স্থানীয় ক্রীড়া প্রেমিরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত এ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছেন।

তবে অভিযুক্ত জাতীয় পার্টি নেতা মো. দুলাল মিয়া প্রশাসনকে ম্যানেজ করেই এ স্থাপনা নির্মাণ করেছে বলে দাবি করেন।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজন উৎসবের আয়োজন করে।

ওই উৎসবকে কেন্দ্র করে ফাউন্ডেশনের পার্শ্ববর্তী সোনারগাঁও স্টেডিয়ামের জমিতে অবৈধ ভাবে দোকান নির্মাণ করে মেলা জমান জাতীয় পার্টি নেতা মো. দুলাল মিয়া।

ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী মেলা শেষ হলেও স্টেডিয়ামে গড়ে তোলা অবৈধ দোকান সরিয়ে নেইনি ওই জাতীয় পার্টি নেতা।

এদিকে আগামী ১৪ এপ্রিল ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাদের উদ্যোগে অর্ধমাসব্যাপী বৈশাখী মেলার উদ্যোগ নিয়েছেন। এ মেলাকে কেন্দ্র করে আবারও স্টেডিয়ামে অবৈধভাবে মেলা জমানোর পায়তারা করছেন ওই জাপা নেতা।

এব্যাপারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ভাবে লোকজ মেলাকে কেন্দ্র পার্শ্ববর্তী স্থানে মেলা বসানো অনৈতিক।

এতে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটনার সম্ভাবনা থাকে। আশা করি স্থানীয় প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়া প্রেমী জানান, প্রশাসনের নাকের ডগায় স্টেডিয়ামের  জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ দুঃখ্যজনক ব্যাপার।

সোনারগাঁও পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো: দুলাল মিয়া জানান, প্রশাসনকে ম্যানেজ করেই তিনি অস্থায়ী ভাবে এ স্থাপনা নির্মাণ করেছেন।

এব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।