নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪১, ১০ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় ও সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ কেন্দ্রে যে সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসবেন তারা যেন নির্বিঘ্নে যথা সময়ে আসতে ও যেতে পারেন সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অর্ধ্বশতাধিক স্বেচ্ছাসেবকসড়ক যানজট মুক্তরাখাসহ নানা প্রতিবন্ধকতা নিরসনে কাজ করবেন। 

এ উপলক্ষে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশন এর সম্মানিত সভাপতি জনাব মো. মোশারেফ হোসেন   সাধারণ সম্পাদক মো. মোহসীন হোসেনসহ অন্যান্য সম্মানিত শিক্ষকমন্ডলীকে প্রয়োজনীয় দিক- নির্দেশনা প্রদান করেন। 

পাশাপাশি তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করেন।
 

সম্পর্কিত বিষয়: