
সোনারগাঁ উপজেলার চরগোয়ালদী এলাকায় নিলুফা আক্তার নামে এক গৃহবধূর সাজানো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মালেয়সিয়া প্রবাসী শাহ জালালের বৃদ্ধা মা ও তার স্বজনরা।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, আমাদের পরিবার ও স্বজনদের জড়িয়ে সম্প্রতি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশিত হয়েছে যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
বুধবার সকালে চরগোয়ালদী এলাকায় মালেয়সিয়া প্রবাসী শাহ জালালের নিজ বাড়িতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারের লোকজন।
প্রবাসী শাহ জালালের বৃদ্ধা মা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় আমার পুত্রবধূ নিলুফা আক্তার সংসারে মনোযোগী না হয়ে সময় অসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ছেলের সংসারে আমার দুইজন নাতি নাতনি রয়েছে।
তাদের ঠিকমত লালন পালন না করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এতে বাধা দিলে আমাকে মারধর করে। আমার ছেলে প্রবাস থেকে ছেলে মেয়ের লালন পালন ও সংসার খরচের জন্য প্রতি মাসে টাকা পাঠায়।
সম্প্রতি আমার পুত্রবধূ নিলুফার চালচলন বাজে আচরন ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বিষয় আমার ছেলেকে অবগত করি। এরই সূত্র ধরে পুত্রবধূ নিলুফা আমাকে ও আমার মেয়েকে মারধর করে। কিছু হলেই বলে আমার বাড়িতে চুলা জ্বলবেনা না তুই না খেয়ে মরবি বুড়ি।
এ ব্যাপারে আমার প্রবাসী ছেলেকে আমি যখনই কিছু বলতে যাই তখনই আমার গায়ে হাত তোলে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আমাকে হুমকি-দামকি দিয়ে থাকেন এবং আমার নামে মিথ্যা অভিযোগ করেন।
নিলুফা আক্তার শান্তিনগর পাঁচানী এলাকার মৃত মোস্তফা মিয়ার মেয়ে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর আবেদন রইল তিনি যেন সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।