নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫

বন্দরে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশনকে জরিমানা, বন্ধ ঘোষনা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ৮ এপ্রিল ২০২৫

বন্দরে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশনকে জরিমানা, বন্ধ ঘোষনা  

বন্দরে ভ্রাম্যমান আদালত পরিমানে কম ও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিক্রি  অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা ও পাম্পের সামায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে  বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার ফরাজিকান্দাস্থ প্রধান ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে  পাম্পের কার্যক্রম সামায়িক বন্ধসহ অর্থ দন্ড করেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণের ৩ টি ডিজিটাল মেশিন পরীক্ষা করে প্রতি লিটারে ৩০ মি.লি. করে গ্রাহকদের তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও নিয়মবহির্ভূত ভাবে জ্বালানী তেল বিতরণ করার পাশাপাশি সরকারি নিয়মনীতি অনুসরণ না করায় ১ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে সাময়িক ভাবে প্রধান ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান,পলাতক ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি তথা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রধাণ ফিলিং স্টেশন এর মালিক।

জাপা দলীয় এমপি সেলিম ওসমানের অনুসারী ও তেল সেক্টরের ক্যাশিয়ার দেলোয়ার হোসেন প্রধান প্রভাব খাটিয়ে রেলওয়ের জমি দখল করে প্রধান ফিলিং স্টেশন নামে একটি স্থাপনা তৈরি করে গত ১/২ বছর ধরে তেল বিক্রি করে আসছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাম্পের তিনটি মেশিনে লিটার প্রতি ৩০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রধান ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।