নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১০, ৮ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১ 

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন (২৬) নামে এক স্টেডফাস্ট কুরিয়ারের কর্মী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো শরীফ মেলামাইন কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা এলাকার সাইজুল ইসলামের ছেলে। আনোয়ার হোসেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। 

স্টেডফাস্ট কুরিয়ারের ম্যানেজার শিমুল জানায়, প্রতিদিনের মতো আজকেও আনোয়ার হোসেন কুরিয়ার ডেলিভারির উদ্দেশ্যে ভূলতা অফিস থেকে গ্রাহকের পণ্য নিয়ে বের হয়, দুপুর ১টার দিকে জানতে পারি বরাব এলাকার ফুলকলি ফ্যাক্টরীর সামনে আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে নিহত আনোয়ার হোসেনের লাশ দেখতে পাই।

শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দীকি বলেন, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান আনোয়ার হোসেন গ্রাহকদের মালামাল ডেলিভারি করতে বরাবো এলাকায় যাচ্ছিল। এসময় ট্রাক নয়তো কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসময় আনোয়ারের পেছনে থাকা আরেকজন আহত হয়। তবে আহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।