
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে কাঁচপুর প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে কাঁচপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ওভারব্রিজের নিচে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মোঃ মুন্না, সোনারগাঁও উপজেলার উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, সোনারগাঁও উপজেলার দক্ষিনের আমির মো: মাহবুব মিয়া, সেক্রেটারি মোঃ আসাদুল ইসলামসহ জেলার ও উপজেলার অন্যান্যরা।
নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, আপনারা জানেন ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মুসলমান হত্যার করে মানবতার লংঘন করচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের মানবতার দুশমন ইসরায়েল বিশ্ব মোরলদের সাহায্যে গাজায় নির্বিচারে বোমা হামলা মানুষ হত্যা করছে।
এসময় বিভিন্ন উপাজেলা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ করে ফিলিস্তিনের নির্যাতিত অসহায় মজলুম মানুষের জন্য দোয়া ও মোনাজাত করেন।