নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৯, ২৮ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় ছাত্রদল নেতা হাবিবের নিজ কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো: হাবিবের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রুহি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদের জিলানী হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী আনাছ, ইউসুফ মোল্লা স্বপন, সুমন মিয়া, রাকিবুল হাসান, তুষার, সালমান, সাগর, ইমন, সাইফুল, হায়দার, শাহপরান, তাহিরুল, মিজানসহ আরো অনেকে।