নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

অসচ্ছল ব্যক্তিকে ভ্যানগাড়ি দিয়ে স্বাবলম্বী করলো 'শ্লোগান'

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০১, ২৭ মার্চ ২০২৫

অসচ্ছল ব্যক্তিকে ভ্যানগাড়ি দিয়ে স্বাবলম্বী করলো 'শ্লোগান'

যাকাতের অর্থে পরিচালিত শ্লোগানের 'স্বাবলম্বীকরণ' প্রকল্পের আওতায় ভ্যান বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে কামাল হোসেন নামে ব্যক্তিকে এই ভ্যান হস্তান্তর করে টিম শ্লোগান। 

কামাল পরিবার-পরিজনহীন অসচ্ছল একজন ব্যাক্তি। যার ভ্যানটি দু’মাস আগে চুরি হয়ে যায়। এরপর তথ্য পেয়ে শ্লোগান এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলো।

এসময় উপস্থিত ছিলেন- শ্লোগানের ফাউন্ডার মীর ছিবগাতুল্লাহ ত্বকী, প্রেসিডেন্ট নূর আলী, ভাইস প্রেসিডেন্ট সবুর হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক মাজহার ইমন, অফিস সেক্রেটারি জাহিদ হাসান রাজিন, নির্বাহী সদস্য সিয়াম রেজা ও সদস্য জুবায়ের।
 

সম্পর্কিত বিষয়: