
ফতুল্লায় আ.লীগের সাবেক চেয়ারম্যান ও একাধিক ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাকির ওরফে ঘি জাকিরের অনুমোদনহীন প্রতিষ্ঠান আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানা চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেসিনারিজের ব্যাপক ক্ষতসাধন হয়।
কারখানাটির অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ অনুমোদন আছে, আমরা রিনিউ করার প্রক্রিয়ায় আছি।
এদিকে কারখানাটিতে বিপুল পরিমান গ্যাস ও বিদ্যুৎ চুরির অভিযোগ আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এখন ডামিং এ কাজ চলছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় কারখানাটির ম্যানেজার থানার সাধারণ ডায়েরি করেছেন।