
সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের মাতা মরহুমা রেজিয়া বেগম, মরহুম ব্যাংকার সুলতান উদ্দিন আহম্মেদ, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হকের মরহুমা স্ত্রী হুমায়রা শাহান ও মরহুম ব্যাংকার নূরুল ইসলাম মোল্লার জন্য দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকার সুলতান উদ্দিন আহামেদ ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ ফতুল্লা, পুলিশ লাইন সংলগ্ন নুরুল কোরআন মাদ্রাসা আল ইসলামিয়ার সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন নুরুল কোরআন মাদ্রাসা আল ইসলামিয়ার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হোসেন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ আহসান উল্লাহ, হাফেজ আলী হাসান, মাহাবুব আল ইসলাম সাদমান প্রমুখ।