
দক্ষিণ সস্তাপুুর মহল্লা পঞ্চায়েত কমিটির উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে দক্ষিণ সস্তাপুর বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠে এই ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ সামগ্রীকের মধ্যে ছিল-চিনি, চাউল, সয়াবিন তৈল, সেমাই, দুধ ও লবন।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক নাসিমুল হক, সিনিয়র সহসভাপতি আলতাব হোসেন, সহসভাপতি ফেরদাউস সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসার শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন পাটোয়ারী, কোষাধাক্ষ্য নিজাম উদ্দিন, সহ কোষাধাক্ষ্য মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম, সদস্য আব্দুর রহিম, সদস্য সালাউদ্দিন, সদস্য আহমেদ শাহ শাহীন, সদস্য আবুল কালাম সহ কমিটি ও এলাকার গন্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।