
আরাফাত তারতীলুল কুরআন যাত্রামুড়া মাদ্রাসার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪-শে মার্চ) বিকেলে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা মামুন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহাবুব, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ জাকারিয়া, সদস্য হাজী পনির ভূইয়া সহ আরো অনেকে।