
বন্দরে বাসা থেকে বের হয়ে সাইফুল ইসলাম সিফাত (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ সাইফুল ইসলাম সিফাত বন্দর উপজেলা কেওঢালা এলাকার আমান উল্লাহ মিয়ার ছেলে।
এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১০৬৭ তাং- ২০-৩-২০২৫ইং।
এর আগে গত বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার বাগদোবাড়ীয়াস্থ বাসা হইতে পায়ে হেঁটে মদনপুর দোকানে যাওয়ার উদ্দেশ্য বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবককের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।