
বেসরকারী উদ্যোগে বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক হাইড্রোগ্রাফি সার্ভে জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে অবস্থিত বে-টেক শিপ বিলডারস লিমিটেড, সেলেশিয়াল টেক লিমিটেডের হাইড্রোগ্রাফি সার্ভে বোটের কীল-লেইং সম্পন্ন হয়।
নতুন এই জাহাজটি সামুদ্রিক নেভিগেশন, উপকূল ব্যবস্থাপনা এবং পানির নিচের মানচিত্রায়ণ কার্যক্রম উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অত্যাধুনিক সার্ভে প্রযুক্তি সংবলিত এই নৌযানটি নিরাপদ ও কার্যকর সামুদ্রিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়ক হবে।
সেলেস্টিয়াল টেক লিমিটেড, যা সমুদ্র ও শিল্প প্রযুক্তি সমাধানে অন্যতম পথ প্রদর্শক, বে-টেক শিপ বিলডারস লিমিটেড এর সমন্বয়ে একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফি সার্ভে বোট নির্মাণ করছে।
সেলেস্টিয়াল টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন কবীর বলেন, নতুন এই নৌযানটি আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভে সক্ষমতাকে আরও উন্নত করবে এবং বাংলাদেশের সামুদ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাহাজটির নির্মাণ কাজ ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে এবং এরপর এটি পুরোপুরি কার্যক্রমে যুক্ত হবে।
কীল-লেইং অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, বে-টেক শিপ বিলডারস লিমিটেডের স্বত্বাধিকারী প্রেেকৗশলী মোহাম্মদ তাজুল ইসলাম এবং বোট নির্মাণে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।