নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ মার্চ ২০২৫

 কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা:  রেজাউল করিম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৭, ১৯ মার্চ ২০২৫

 কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা:  রেজাউল করিম

কোন চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারেনা, বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই জানিয়ে, নারায়ণগঞ্জ-৩ আসনের তিন বারের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিতগুলোতে থাকার আহবান জানিয়েছেন। 

সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অংঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা বিএনপি'র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,পৌর বিএনপি'র সহ-সভাপতি পনির হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলমসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।