
সোনারগাঁ পৌরসভার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে তারা এর আগে এলাকায় দেখেননি। তার বয়স আনুমানিক ৪৫-৫০ বছর। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
সোনারগাঁ থানার (ওসি) তদন্ত রাশেদুল হাসান খান জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে ও সম্ভাব্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
আর কেউ যদি মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে তাদের থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।