
সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিলের বাড়িতে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে কাজী শাকিল উল্লেখ করেন, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় গত রবিবার রাতের কোন এক সময় তার ঘরের তালা ভেঙ্গে দুর্র্ধষ চুরির ঘটনাটি ঘটায় অজ্ঞাত চোরেরা।
এসময় তার ঘরে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ৩৭ হাজার টাকা মূল্যের একটি আইফোন, ১৭ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি ফোন, ২৯ হাজার টাকা মূল্যের একটি অপো ফোন এবং আলমারিতে রাখা নগদ ২ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়ে চোরেরা। এছাড়া ঘরের সকল আসবাবপত্র ছড়ি-ছিটিয়ে ও ভাঙচুর করে আর্থিক ক্ষতি সাধন করে।
এ বিষয়ে বিএনপি নেতা কাজী শাকিল বলেন, ঘটনার রাতে বাসায় কেউ ছিল না। সবাই বেড়াতে গিয়েছিল এবং আমিও জরুরী প্রয়োজনে বাইরে ছিলাম।
এ সুযোগে অজ্ঞাত চোরেরা আমার বাসায় দুর্র্ধষ এই চুরির ঘটনা ঘটিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।