
বন্দরে মাদক ব্যবসায়ী রমজান ও তার সন্ত্রাসী পুত্র হোসেনের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ বন্দর থানার ফরাজিকান্দা উত্তরপাড়া এলাকার মৃত হাসান মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি রমজানের মাদক স্পটে হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য। এমন কথা জানিয়েছে স্থানীয়রা ।
নাম প্রকাশ না করার শর্তে ফরাজিকান্দা এলাকার একাধিক ব্যাক্তি আরো জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকে ফরাজিকান্দা, লাহরবাড়ী ও বেপারীপাড়াসহ এর আশেপাশে এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে ইয়াবা বিক্রি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ ছাড়াও তার সন্ত্রাসী ছেলে হোছেনের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী।
প্রতিনিয়ত সন্ত্রাসী হোছেন উল্লেখিত এলাকায় আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাং নিয়ে গোটা এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে। মাদক ব্যবসায়ী পিতা ও সন্ত্রাসী পুত্র কারনে উল্লেখিত এলাকাসহ এর আশেপাশের এলাকায় গুলোতে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়াসহ আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটেছে।
পাশাপাশি রমজানের মাদক স্পটের কারনে ফরাজিকান্দা, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দাসহ এর আশেপাশের এলাকা গুলোতে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পিতা পুত্রের অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।