নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ মার্চ ২০২৫

ফেক আইডিতে গৃহবধূর নামে আপক্তিকর  পোস্ট, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৯, ১৫ মার্চ ২০২৫

ফেক আইডিতে গৃহবধূর নামে আপক্তিকর  পোস্ট, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগে

বন্দরের দাশেরগাঁয়ের এক গৃহবধূর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ন ছবি ও পোস্ট ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে গৃহবধূর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

গৃহবধূ রেখা আক্তার জানান, ব্রম্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জলিকান্দি গ্রামের আনোয়ার হক ইদ্রিসের ছেলে জানে আলম জনির সাথে পারিবারিক ভাবে বিয়ের পর ৭ বছর সংসার জীবন কাটে। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। আমার প্রাক্তন স্বামী জনি পরকিয়ার লিপ্ত হয়ে পড়ার পর আমার সাথে তার বিক্ততা বাড়ে। 

পরে আমি অনেক অত্যাচারের শিকার হয়ে অবশেষে গত বছরের ৪ জুন আমি জনিকে তালাক দেই। পরে আমি গত বছরের ২০ সেপ্টেম্বর আমি বন্দরের দাশেরগাঁও এলাকার সানজিদের সাথে বিয়ে হয়। আমার নতুন ভাবে বিয়ে হওয়ার পর আমার বর্তমান স্বামীর নামে ফেক ফেসবুক আইডি খুলে নানা কুৎসা ও প্রভাকান্ডা ছড়াচ্ছে। 

শুধু তাই নয় রেখার প্রাক্তন স্বামী জনি রেখার বতর্মান স্বামী সানজিদের মোবাইল নাম্বার, রেখার মোবাইল নাম্বার ও রেখারা ভাইয়ের মোবাইল নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিভিন্ন মানুষ সেই সকল ফোন নাম্বারে বিরক্ত করে। 

এ ছাড়াও ফেক আইডি দিয়ে বিভিন্ন মানুষের ছবি দিয়ে আপক্তিকর পোস্ট দিয়ে বিভিন্ন পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরী করেছে। রেখা আরও জানান, তিনি সাইবার নিরপত্তা আইনে মামলা করবেন। 

এছাড়াও তিনি বলেন, বতর্মানে আমরা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ও নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই দ্রুত লম্পট জনির গ্রেফতার দাবি করছে।
 

সম্পর্কিত বিষয়: