
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হবি (৩২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাচঁপুর সেনপাড়া এলাকায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরণ করেন।
নিহত হাবিবুর রহমান উপজেলার কাচঁপুর খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং পার্শবর্তী সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ভাড়াটিয়া।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধায় নতুন ভাড়া বাসায় সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় হাবিবুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, বিদ্যুৎ স্পর্শে শ্রমিক মারা যাওয়া বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।