
রূপগঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার কমিটি গতকাল বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে। মো. মোরশেদ আলমকে আহ্বায়ক ও মৃদুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সোলমান আহম্মেদ রুবেল স্বাক্ষরিত কমিটি বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা কমিটির হাতে তুলে দেন।
এ কমিটি ঘোষণায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁতীদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। দলকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সেই সাথে দলের ক্লান্তিকালে কাজ করেছি। দলকে সুসংগঠিত রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে কাজ করে যাচ্ছি। তারই ফল স্বরুপ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের কমিটির ঘোষণা করেছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, দ্বীন ইসলাম, সফু সওদাগর, আব্দুল কাদের, রাসেল মাহমুদ, মোশারফ হোসেন মুন্না, শাহজাহান, নুরুল আমিন পাশা, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল কুদ্দুস, বাদল মিয়া, আক্তার হোসেন, সদস্য এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড. হালিম মিয়া, মনিরুল ইসলাম খান, মাহবুব হোসেন, রমজান আলী প্রমুখ।