নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ১১ মার্চ ২০২৫

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল 

পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর লঞ্চঘাট সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা সিরাজী'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জলিল, শিক্ষা ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ সাত্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ জলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত শিকদার, সাবেক সহ- সভাপতি রুহুল সরকার, কালাপাহাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মোনা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিলানী, ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, সেলিম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাইফুল।

এছাড়াও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।