নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৯, ১১ মার্চ ২০২৫

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে হামিদুল ইসলাম বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় চানমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় হামিদুল ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালক জাহিদুল ইসলাম (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্ররণ করেন।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।