নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

আড়াইহাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৩, ৮ মার্চ ২০২৫

আড়াইহাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আড়াইহাজারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  উপলক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা আড়াইহাজারের উদ্যোগে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার এর সভাপতিতে অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন। উপ সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার, গ্রাম আদালতের প্রকল্প কর্মকর্তা নাজমা বেগম সহ  বিভিন্ন নারী সংগঠনের সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  নারীর প্রতি বৈষম্য, বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

এছাড়া আড়াইহাজার পৌরসভার উদ্যোগ, পৌর  মিলনায়তনে আড়াইহাজার পৌরসভার  প্রশাসকের সভাপতিত্বে  আন্তর্জাতিক নারী দিবস  উদযাপিত হয়েছে।