নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৮, ৮ মার্চ ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। উপজেলার ভুলতাস্থ রয়েলমুন রুফটপে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ আসন থেকে জামায়েত ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আনোয়ার হোসেন মোল্লা, সাংবাদিক মো. হানিফ মোল্লা, রাশেদুল ইসলাম, এম.এ মোমেন, মীর আব্দুল আলীম, এডভোকেট ইস্রাফিল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের আয়না। আর এই আয়নাতে ময়লা জমে গেলে যেমন ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি সাংবাদিকদের বিবেক নষ্ট হলেই অসত্য সংবাদ পরিবেশন শুরু করে।

আগামীর সুন্দর রূপগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম ধরতে হবে। মরণকে স্মরণ করে সকল সাংবাদিকদের সত্য ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।