নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৪৫, ৯ মার্চ ২০২৫

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে ও শনিবার (৮ মার্চ) ভোর রাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুলের ছেলে ইলিয়াছ (২৬), কাঞ্চন পৌরসভার তাড়ৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭), সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুক চান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাউসার মিয়া, ফয়সাল ও শরীফ এবং শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।

এসময় জব্দ করা হয় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২০০ টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।