নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৫, ৭ মার্চ ২০২৫

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বিজিবি ক্যাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান মাসুদ জাকারিয়া (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।  

এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ট্রাক চালক মো. পিরু মোল্লা, হেলপার মো. হুমায়ুন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হাসান মাসুদ জাকারিয়া রূপগঞ্জের বরপা এলাকার ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিল। পাবনা জেলার ভেড়া উপজেলার ছোট ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই মো. আমিনুল জানান, শুক্রবার সন্ধ্যায় জালকুড়ি এলাকার বিজিবি ব্যাটালিয়নের ১ নম্বর জিপি পোস্টের সামনে রাস্তার মাঝ লাইন দিয়ে চাষাড়া হতে সাইনবোর্ড যাওয়ার পথে ট্রাক চাপায় হাসান মাসুদ জাকারিয়া নিহত হয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 

সম্পর্কিত বিষয়: