নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫

বন্দরে শিশু রুমানা ২ দিন ধরে নিখোঁজ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ৬ মার্চ ২০২৫

বন্দরে শিশু রুমানা ২ দিন ধরে নিখোঁজ  

বন্দরে বাসা থেকে বের হয়ে রুমানা (৫) নামে এক শিশু গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু রোমানা বন্দর উপজেলার শান্তিনগর এলাকার দিনমজুর নাজির মিয়ার মেয়ে। অনেক স্থানে খোঁজাখুঁজি করে গত দুই দিনেও নিখোঁজ শিশুর কোন হদিস না পায়নি তার স্বজনরা।  

এ ঘটনায়  নিখোঁজ শিশুর পরিবার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চালাচ্ছে। এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার শান্তিনগর এলাকা থেকে ওই শিশুটি তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।