
বন্দরে চোর সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃতদের বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে ।
এর আগে গত বুধবার (৫ মার্চ) রাতে বন্দর থানার লতিফ হাজীমোড় থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
আটককৃতরা হলো বন্দর কৃষ্ননগর এলাকার শেখ ফারুক আহাম্মেদ মিয়ার ছেলে শেখ ফিরোজ আহাম্মেদ (৩৬) বন্দর থানার বক্তারকান্দী এলাকার মৃত গিয়াসউদ্দিন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত নূরমোল্লা মিয়ার ছেলে লাল মিয়া (৫৫)।