নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

বিএনপিতে প্রবেশের মিশনে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি রশিদ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপিতে প্রবেশের মিশনে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি রশিদ 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বার এবার বিএনপির রাজনীতি প্রবেশের চেষ্টা শুরু করেছেন। বক্তাবলী ইউনিয়ন বিএনপির শীর্ষ এক নেতাকে ম্যানেজ করে এ কূটকৌশল শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

সূত্রমতে, রশিদ মেম্বার বিগত আওয়ামী সরকারের শাসনামলে ওসমান পরিবারের ঘনিষ্ট হিসেবে এলাকায় কাজ করতেন। বিএনপির রাজনীতির সাথে একটা সময় জড়িত থাকলেও পরে তিনি সরাসরি আওয়ামী লীগের হয়ে এলাকায় কাজ শুরু করেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয় লাভ করেন। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর চতুর রশিদ মেম্বার তার বাহিনী নিয়ে বক্তাবলী ফেরী ঘাট দখল থেকে শুরু করে থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের জমি দখল করে মাটি কেটে বিক্রি করে দেন। 

এমনকি নিজেকে বিএনপির নির্যাতিত নেতা হিসেবে দাবি করেন। আদতে তার বিরুদ্ধে ওসমান পরিবারের সাথে ঘনিষ্টতার একাধিক প্রমাণ রয়েছে। এমনকি শামীম ওসমান বক্তাবলীতে গেলে রশিদ মেম্বার তার ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগাতেন এলাকায়। 

স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবি, রশিদ টাকার জোরে এখন ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাসান আলীকে ম্যানেজ করে বিএনপির রাজনীতিতে আবারো নাম লেখানোর চেষ্টা করছেন। সম্প্রতি বক্তাবলীতে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সেই মঞ্চে রশিদকে ডেকে তুলেন হাসান আলী। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিএনপি নেতাদের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিকে দেখে হতবাক তৃণমূলের নেতাকর্মীরাও। 

বিএনপি নেতাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি যেনো বিএনপিতে কোনভাবেই প্রবেশ করতে না পারে।