
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিট কমিটিতে বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিট কমিটির গঠনের লক্ষ্যে আয়োজিত ওয়ার্ড পর্যায়ে কর্মীসভার উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ডে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং স্ব স্ব ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো ইউনিট কমিটি নেই। রাজনৈতিক পরিচয় ছাড়াই মহানগর যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। দীর্ঘদিন কোনো কমিটি না থাকায় এবং নেতাকর্মীদের কোনো পদ পদবী না থাকায় আর সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে এসব রাজপথের ত্যাগী নেতাকর্মীরা কোনদিন মাইক হাতে নিয়ে বক্তব্য দিতে পারেনি।
তিনি বলেন, অনেক বছর পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান নেতৃত্ব তাদের ইউনিট কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই আমরা চাই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে যেনো কমিটি গঠনের ক্ষেত্রে মূল্যায়ন করা হয়।
তিনি আরো বলেন, এতদিন আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছি। এবার আমাদেরকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। সমাজকে সুন্দর করে সাজাতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যারা ধানের শীষের জন্য ভোট চাইতে পারবেন, কেন্দ্র পাহারা দিতে পারবেন তাদেরকে যেনো যুবদলের কমিটিতে অগ্রাধিকার দেয়া হয়। তাহলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল হবে সারা দেশের আইডল। মহানগর যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে এটাই আমাদের প্রত্যাশা।