
বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ড বন্দরের বক্তারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজু বন্দরের বক্তারকান্দি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
মামলার তদন্দকারী কর্মকর্তা এসআই মাহমুদ জানান, আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলার মামলা রয়েছে।
শনিবার রাতে তাকে বক্তারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়।