
সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াপুর বাজার এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আট কিলোমিটার বিস্তৃত বেশ কয়েকটি গ্রামের ১২শ' বাড়ির দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্ণার।
এছাড়া একই এলাকায় পাঁচটি চায়ের দোকানের অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো এক্সকেভেটর দিয়ে স্থায়ীভাবে সীলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।