
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবা মায়ের সাথে অভিমান করে ঘর ছেড়েছে শুভ দাস (১৫) নামের নবম শ্রেনির এক স্কুল ছাত্র।
মোবাইল ফোন কিনে না দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নবম শ্রেনির স্কুল ছাত্র শুভ দাস তার বাবা মাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। তার (স্কুল ছাত্র শুভ দাস) কথা মতো মোবাইল ফোন কিনে না দেয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় বাবা মার সাথে অভিমান করে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।
সে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার আল বালাগ স্কুলের নবম শ্রেনির ছাত্র। বর্তমানে সে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ স্কুল ছাত্রের পিতা দিলিপ দাস বলেন, তার ছেলে ঘর থেকে চলে যাওয়ার পর থেকে আর ঘরে ফিরে আসেনি। সন্তানকে ফিরে পেতে নিজের মুঠোফোন নাম্বার দিয়ে সন্তান হারিয়ে যাওয়ার বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দিলিপ দাস।
পরে দিলিপ দাসের মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে আখাউড়া থানার পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে (দিলিপ দাসের ছেলে) এক্সিডেন্ট করেছে দাবি করে তার কাছ থেকে চিকিৎসা বাবদ বিকাশের মাধ্যমে নগদ ৭ হাজার সাতশত টাকা নেন।
পরে আখাউড়া থানায় যোগাযোগ করা হলে ওই অজ্ঞাত ব্যক্তি ভূয়া বলে জানতে পারেন দিলিপ দাস। এদিকে ছেলেকে ফিরে পেতে পিতা দিলিপ দাস সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।