নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এছাড়া বসত ঘর ভাংচুরসহ লুটপাট করে নেয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি হাজীবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে আক্রান্ত পরিবারের গৃহবধূ সুমি আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযাগের সূত্রে জানা যায় যে, সুমি আক্তারের স্বামী নজরুল ইসলাম একজন প্রবাসী। তার স্বামীর সঙ্গে বিবাদী একই গ্রামের জজ মিয়া, মোয়াজ্জল, শাহীন, আবদুল্লাহ, সালাউদ্দিন, জয়নাল উদ্দিন, জামাল ও জুয়েল গংদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে। এ অবস্থায় স্বামী প্রবাসে থাকার সুযোগে বিবাদী পক্ষের কেউ কেউ সুমি আক্তারকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। 

এরই ধারাবাহিকতায় ঘটনার সময় জজ মিয়ার নেতৃত্বে তাহার সহযোগিরা ধারারো অস্ত্র সস্ত্র নিয়ে সুমির বাড়িতে অনধিকার প্রবেশের মাধ্যমে  হামলা করে সুমি, তার শ^শুর হাছেন, ননদ সোনিয়া, ননদের স্বামী হাছেন  এবং এক ভাসুর  কন্যাকে  তেহারুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সুমি আক্তারকে মারাত্মক শ্লীলতাহানি করে। এ সময় হামলাকারীরা সুমির ঘর থেকে নগদ টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানায়, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।