নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

বন্দরে ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ কর্মী রেজাউল গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগ কর্মী রেজাউল গ্রেপ্তার  

বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৭(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজু বন্দর থানার  বক্তারকান্দি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত  শনিবার (২২ ফেব্রুয়ারী) রাতে  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ড বন্দরের বক্তারকান্দি  এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

মামলার তদন্দকারী কর্মকর্তা এসআই মাহমুদ জানান, আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম রেজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলার মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।