
বন্দরে মানিক মিয়া (৫৮) নামে এক ঝাল মুড়ি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়েছে সন্ত্রাসী পিতা পুত্ররা। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চর ধলেশ্বরী এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী আহতকে জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত ঝালমুড়ি বিক্রেতার স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন হামলাকারি পিতা ও পুত্র বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে,গত শুক্রবার চর ধলেশ্বরী এলাকায় জব্বার মিয়ার বাড়ির সামনে দুই কিশোর গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়।
ওই সময় স্থানীয় ঝাল মুড়ি বিক্রেতা মানিক মিয়া উভয়কে ঝগড়াঝাটি না করার জন্য নিষেধ করলে ওই সময় বদমেজাজি সুমনসহ তার দুই বখাটে ছেলে ইব্রাহিম ও আসিফ ক্ষিপ্ত হয়ে ঝাল মুড়ি বিক্রেতাকে ধারালো সুইচ গিয়ার দিয়ে এলো পাথারি ভাবে আঘাত করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শনে আসলে অভিযুক্তরা পুলিশ আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়।