নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীর পরিবারের উপর হামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীর পরিবারের উপর হামলা 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে আমেরিকা প্রবাসীর পরিবারের লোকজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

হামলায় প্রবাসীর ছোট ভাই শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে। 

শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মা গোলেনুর বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

গোলেনুর বেগম জানান, তার বাড়ি কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকায়। পতিত আওয়ামীলীগ সরকারের দোষর একই এলাকার মান্নান, রাসেল, আমিনুল, খোরশেদ, মহসিন, সাত্তার, সবুর, আজিজুল হক, উজ্জল সহ সংঘবদ্ধ চাঁদাবাজদের দল দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। 

তাদের দাবিকৃত টাকা না পেয়ে প্রায়ই বাড়িতে এসে হুমকী ধামকী দিতো এবং তার পরিবারের লোকজনের উপর হামলা করে। ওই হামলায় গোলেনুর বেগম নিজেও আহত হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একাধিকবার জিডিও করা হয়েছে। 

শুক্রবার সকালে দাবিকৃত চাঁদার ২০ লাখ টাকা না পেয়ে তার ছোট ছেলে শাহাদাত হোসেনকে কাঞ্চন বাজারে একা পেয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঞ্চন বাজারে মুদী দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রিক কেনার সময় পেছন থেকে দুই জন লোক পাইপ দিয়ে এলোপাতাড়ি  পিটিয়ে শাহাদাতকে গুরুত্বর আহত করে। পরে দোকানের আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।