নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা হত্যায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তা সাজেদুর রহমানকে গলা কেটে হত্যার ঘটনায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। 

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর  সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য সোনারগাঁও উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে হান্নানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিও কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় তৎকালীন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন। 

২০-০২-২০২৫

সম্পর্কিত বিষয়: