নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বন্দরে প্রস্তুতিমুলক সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বন্দরে প্রস্তুতিমুলক সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বন্দরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলা সভাকক্ষে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন ও  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ।

ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে প্রস্তুতিমুলক সভায় সর্বসম্মতি ক্রমে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ৫২ ভাষা আন্দোলন ও ২০২৪ গন অভুণ্থান ও ২১ চেতনা নিয়ে ও জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার তাৎপর্য নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরদিন উপজেলা প্রশাসন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকালে প্রবাদ ফেরীর আয়োজন করা হবে। 

২১শে ফেব্রুয়ারী শুক্রবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুমা নামাজের পর বিশেষ মোনাজাত ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করার সিন্ধান্ত গৃহিত হয়।  
 

সম্পর্কিত বিষয়: