নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৪

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার হাজীপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাদ্দাম হোসেন (৩০) ধামগড় ফকিরবাড়ী এলাকার ইমান আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাহবুব আলম রাজু (৩৫) কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী নয়ানগর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তোফাজ্জল হোসেন (৩৮) ও বন্দর তিনগাও এলাকার কেরামত আলী মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উম্মে হানি ওরফে ডলি (৩২)।

সম্পর্কিত বিষয়: