নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ ফেব্রুয়ারি ২০২৫

নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন

নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতিগত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ক্লিন এবং বিডাব্লুজিইডি-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নীতিমালা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়ার দ্রুততার ওপর গুরুত্বারোপ করেন। 

মানববন্ধনে পরিবেশ রক্ষা ও সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মহাসচিব মীযানুর রহমান বক্তব্য দেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি, পর্যাপ্ত প্রণোদনার অভাব এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা এ খাতের অগ্রগতিকে ব্যাহত করছে। তারা বলেন, সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যুৎ ট্যারিফ পুনর্বিবেচনা, বাজেট বৃদ্ধি এবং সবুজ উদ্যোগের জন্য উন্নত আর্থিক সহায়তা প্রদান জরুরি।

পরিবেশবিদরা মনে করেন, নারায়গন্জে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ব্যাপক, তবে নীতিগত সংস্কার না হলে এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না। বক্তারা বলেন, "আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর নীতিগত পরিবর্তনের ওপর, যা বিনিয়োগ আকর্ষণ করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার পথ সুগম করবে।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারাও অংশ নেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন ইএসএডিএস এর মহাসচিব মীযানুর রহমান, ইএসএডিএস-এর সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, আবদুল হক, সিফাত প্রমুখ।